বগুড়া প্রতিনিধি

  ২৮ অক্টোবর, ২০১৯

বগুড়ায় ঘুষের টাকাসহ আনসার ভিডিপি কর্মকর্তা গ্রেফতার

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা গতকাল রোববার ঘুষের ২০ হাজার টাকাসহ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমানকে গ্রেফতার করেছেন। গতকাল সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই আনসার কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয়ে মামলা করেছেন।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির ১২ জন ওয়ার্ড লিডার অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির কারণে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাদের কৈফিয়ত তলব করেন। এরপর ওই ১২ জনের কাছে ১০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন আনিছুর রহমান। গত ২২ অক্টোবর ওই ১২ জনকে অফিসে ডেকে ১০ হাজার করে টাকা না দিলে তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানান তিনি। চাকরি রক্ষার্থে ১২ জন আনসার সদস্য প্রত্যকে ৫ হাজার করে ৬০ হাজার টাকা দিতে রাজি হন। ভুক্তভোগীরা এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম রোববার বিকালে অফিসে অভিযান চালায়। দুদকের টিম দেখে আনিছুর রহমান দৌড়ে পালানোর চেষ্টা করলে দুদক সদস্যরা তাকে আটক করে তার হেফাজতে থাকা ঘুষের ২০ হাজার টাকা উদ্ধার করেন। দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আনসার সদস্য শাকিল আল মামুন, শাহরিয়ার কবির তমালসহ ১২ জনের অভিযোগের ভিত্তিতে আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close