জাবি প্রতিনিধি

  ২৫ অক্টোবর, ২০১৯

শিবির নিষিদ্ধ চেয়ে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

দেশে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ব¡র থেকে শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শাখা ছাত্রলীগের প্রায় ২০০ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে ছাত্রলীগ জাবি শাখার সভাপতি মো. জুয়েল রানা বক্তব্য দেন। এ সময় তিনি চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আটক ‘শিবির নেতাদের’ বিচার নিশ্চিত করা, তাদের পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা, তদন্ত কমিটি গঠন করে শিবিরের আটককৃতদের সঙ্গে জড়িতদের বের করে বিচারের আওতায় আনা এবং সারা দেশ থেকে ছাত্রশিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close