reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০১৯

কোস্ট গার্ডের অভিযান

বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশসহ ১১ জেলে আটক

কোস্ট গার্ড বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশসহ ১১ জেলে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল থানাধীন তেঁতুলিয়া ও চন্দ্রদ্বীপ নদীতে অভিযান পরিচালনা করে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ মাছসহ ১১ জেলেকে আটক করা হয়। পরে জালগুলো স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আটক ১১ জেলেকে বাউফল থানায় হস্তান্তর করা হয় হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমনে ও মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close