কলকাতা প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৯

এনডিএ জোটে ফিরতে পারেন চন্দ্রবাবু

ভারতের বিধানসভা ভোটে ধাক্কা খাওয়ার পর ভুল মেনে নিয়েছেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। এনডিএ এবং নরেন্দ্র মোদির সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত যে তাকে ডুবিয়েছে, তা দলীয় কর্মীদের সভায় স্বীকার করেছেন চন্দ্রবাবু নাইডু। তার মতে, নরেন্দ্র মোদি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের জেরে বিধানসভা ভোটে হেরেছে তার দল।

অন্ধ্র প্রদেশের দাবি-দাওয়া নিয়ে প্রতিবাদে এনডিএ জোট ছেড়ে ছিলেন চন্দ্রবাবু। এরপর কংগ্রেসের হাত ধরেন তৎকালীন মুখ্যমন্ত্রী। মহাজোটের অন্যতম কুশীলবও হয়ে ওঠেন। কলকাতায় রাজ্য সচিবালয় নবান্নে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু নিজের ঘরই বাঁচাতে পারেননি চন্দ্রবাবু। ১৭৫ আসনের মধ্যে ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ১৫১টি। সাকুল্যে ২৩টি গেছে তেলেগু দেশম পার্টির ঝুলিতে। বিশাখাপত্তনমে দলীয় কর্মীদের সভায় চন্দ্রবাবু নাইডু বলেছেন, অন্ধ্র প্রদেশের জন্য কেন্দ্রের সঙ্গে সংঘাত পরাজয়ের অন্যতম কারণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close