চবি প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৯

নিরাপত্তা নিশ্চিতে চবি প্রশাসনের আবাসিক হল পরিদর্শন

প্রধানমন্ত্রীর নির্দেশের পর আবাসিক হলগুলো পরিদর্শন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরে শামসুন্নাহার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ আবদুর রব হল পরিদর্শন করেন তারা। হল পরিদর্শনের আগে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, এটি হল অভিযান নয়, এটি হচ্ছে পরিদর্শন। আমরা আমাদের ছেলেমেয়েদের দেখতে এসেছি। তারা কেমন নিরাপদে আছে তা জানতে এসেছি। আমাদের এখানে কোনো খারাপ কিছু নেই। এখানে কোনো টর্চার সেল নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুয়েটের মতো আমাদের এখানে কোনো ঘটনা ঘটেনি। তারপরও ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য আমরা শিক্ষার্থীদের দেখতে এসেছি। বুয়েটের ঘটনার পর আমরা প্রভোস্ট ও প্রক্টর, সিনিয়র শিক্ষক ও হাউস টিউটরসহ বসে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হল পরিদর্শন করা সিদ্ধান্ত নেই।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, আমরা চারটি হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের থেকে কিছু অভিযোগ পেয়েছি। ভর্তি পরীক্ষার পরে সেগুলো সমাধানের চেষ্টা করব। ক্রমান্বয়ে বাকি হলগুলোও পরিদর্শন করা হবে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এ পরিদর্শন প্রক্রিয়া চলমান থাকবে। পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্টসহ পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close