চট্টগ্রাম ব্যুরো

  ১২ অক্টোবর, ২০১৯

সিজেকেএস সুইমিংপুল

শেখ রাসেলের নামে নামকরণের প্রত্যাশা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নবনির্মিত সুইমিং কমপ্লেক্সটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নামে নামকরণ করার প্রত্যাশার কথা জানিয়েছেন সিটি মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল শুক্রবার চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সিজেকেএস শেখ রাসেল বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন যাত্রা করা সুইমিং কমপ্লেক্সটির নাম শেখ রাসেলের নামে করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, আউটার স্টেডিয়ামের এ জায়গায় অনেক প্রতিবন্ধকতা প্রতিকূলতাকে জয় করে সুইমিং কমপ্লেক্স করা হয়েছে। এর নামকরণের ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদান্যতা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সুইমিং কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়েছে। সাড়ে ১১ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই সুইমিং কমপ্লেক্স এখন আপামর চট্টগ্রামবাসীর সাঁতারু হয়ে ওঠার স্বপ্নের ঠিকানা হয়ে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হওয়ার জন্য সাঁতার প্র্যাকটিস করতেই হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close