প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ অক্টোবর, ২০১৯

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩৫ বাংলাদেশিসহ ১০২ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করার অভিযোগ রয়েছে। গত শনিবার তাদের আটক করা হয়েছে। বাংলাদেশি ছাড়া অন্যরা হলেন মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪, ভারতের ৩, পাকিস্তানের ৬, নেপালের ১৩, সিরিয়ার ৩ এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন। খবর আরব নিউজের।

কুয়ালালামপুরের পুলিশপ্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এ অভিযান চালানো হয়। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, বিশেষ করে সে জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close