কলকাতা প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বালাকোটে ফের জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারত

পাকিস্তানের বালাকোটে ফের গজিয়ে উঠেছে সন্ত্রাসবাদীদের শিবির। সাত মাস আগে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান বালাকোটের যে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল; সেটিই ফের মাথাচাড়া দিয়েছে। ভারতে ঢোকার জন্য অপেক্ষায় রয়েছে অন্তত ৫০০ সন্ত্রাসবাদী। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে গতকাল সোমবার তিনি জানিয়েছেন, বালাকোটে সন্ত্রাসবাদী শিবির ফের সক্রিয় হয়ে উঠেছে। বালাকোটে সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করে দেওয়া হয়েছিল। ভারতীয় বায়ুসেনা ব্যবস্থা নিয়েছিল। কিন্তু সেই শিবির ফের জেগে উঠেছে। সেনাপ্রধান আরো জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের ভারতে ঢোকানোর জন্যই বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। কীভাবে তার প্রতিরোধ করা যায়, তা ভারত জানে। ভারতীয় বাহিনী জানে, কীভাবে তাদের সঙ্গে বুঝতে হবে। অনুপ্রবেশের সব চেষ্টা রোখার চেষ্টা করা হবে। ভারতীয় বাহিনী আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালাবে কি না, সেই প্রশ্নের জবাবে রাওয়াত বলেছেন, একই ঘটনা আবার কেন ঘটান হবে? তার বাইরেও অনেক কিছু করা যায়। ওরা ভাবতে থাকুক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close