নিজস্ব প্রতিবেদক

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

দুর্নীতিবাজদের বিআরটিসিতে দরকার নেই

সেতুমন্ত্রী

বিআরটিসিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোনো প্রয়োজন নেই বলে হুশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্নীতিবাজ কাউকে সরকারি পরিবহন খাতে প্রয়োজন নেই। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবেÑ জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, যুবলীগ নিজেরাই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে একটি সেল গঠন করেছে। তারা নিজেরাই শোধরানোর পথ বেছে নিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, যেসব নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ গেছে, তারা কেউই ছাড় পাবে না। এসব নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার প্রতিবেদন রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close