নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

নাজমা জেসমিন চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

আজ বিশিষ্ট লেখক, গবেষক, নাট্যকার, সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তার স্মরণে বিকাল ৪টায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে ২৯তম নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এবারের স্মারক বক্তৃতা প্রদান করবেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন। বিষয় ‘শিশুর কথা শিক্ষার কথা’। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। উল্লেখ্য, শিক্ষাবিদ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরী ১২ সেপ্টেম্বর ১৯৮৯ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close