আদালত প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

টিউশন প্রতারক চক্রের হোতা কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে গ্রেফতার টিউশন প্রতারক চক্রের মূল হোতা নাছির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মোহাম্মদপুর থানায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার গোয়েন্দা পুলিশ (ডিবি) মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ শিক্ষক/শিক্ষিকা দিচ্ছি-নিচ্ছি লেখা স্টিকারসহ ভিজিটিং কার্ড উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের টিউশন পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন লিফলেট, ভিজিটিং কার্ড, স্টিকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close