রায়হান তন্ময়, জবি

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

জবি প্রতিষ্ঠার ভিত্তিফলক পুনঃস্থাপনে বিলম্ব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার ভিত্তিফলক দ্বিতীয়বারের মতো ভাঙচুর ও অপসারণ করা হলেও পুনঃস্থাপনের বিলম্ব করছে প্রশাসন। ওই ভিত্তিফলকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম ছিল। গত ৩ সেপ্টেম্বর সোমবার রাতে ছাত্রলীগ কর্মী নামধারীরা বিশ্ববিদ্যালয় ঘোষণার ভিত্তিফলকটি ভেঙে ফেলেন। এর আগে ২০১৭ সালের জুনেও ভাঙা হয়েছিল ফলকটি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতারা।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রহুল আমীন বলেন, ভিত্তি ফলকটি জগন্নাথ বিশ্বদ্যিালয়ের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এটি ভাঙা অবশ্যই গর্হিত কাজ। রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিহত করতে হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থী বলেন, ভিত্তিফলকে খালেদা জিয়ার নাম থাকলেই ভেঙে ফেলতে হবে এটা কোনো সুস্থ মানুষের পরিচয় হতে পারে না। রাজনীতিতে এটি অশুভ শক্তির সংকেত। পরমত সহিঞ্চু না হলে গণতন্ত্র ব্যর্থ হয়ে যাবে। জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত। এ বিষয়ে জানতে চাইলে জড়িতদের একজন বলেন, খালেদা জিয়া একজন অপরাধী এবং অপরাধ প্রমাণ হওয়ার কারণে সাজাপ্রাপ্ত। একজন দেশদ্রোহীর নামফলক দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close