পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ৩০ আগস্ট, ২০১৯

পাক কমান্ডো হামলার আশঙ্কায় সতর্ক ভারত

ভারতে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গুজরাটের কচ্ছের বন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। গোয়েন্দার খবরে সতর্কতা জারি করে বলা হয়েছে, ছোট নৌকায় আরবসাগর হয়ে গুজরাট উপকূল ঢুকতে পারে পাক কমান্ডোরা। মুম্বাই হামলা ঘটানোর আগে একই কায়দায় ভারতে প্রবেশ করেছিল পাক জঙ্গিরা।

আদানি পোর্ট এবং সেজ এক বিবৃতি জারি করে জানিয়েছে, উপকূলরক্ষী স্টেশন থেকে সর্বোচ্চ সতর্কবার্তা দেওয়া হয়েছেÑ হারামি নালা জলপথ দিয়ে, কচ্ছে অনুপ্রবেশ করতে পারে পাকিস্তানের কমান্ডোরা। গণেশ পুজো উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বা জঙ্গি হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। ঠিক কোন জায়গা দিয়ে জঙ্গিরা ঢুকতে পারে, সেই নির্দিষ্ট তথ্যও হাতে এসেছে গোয়েন্দাদের। আদানি পোর্ট ও স্পেশাল ইকোনমিক জোনের (সেজ) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, উপকূলরক্ষী বাহিনীর কার্যালয় থেকে তাদের জানানো হয়েছে, কচ্ছ উপসাগরের হারামি নালা বা স্যার ক্রিক খাড়ি দিয়ে জঙ্গিরা ভারতীয় ভূখ-ে ঢুকতে পারে। এই জঙ্গিরা পানির নিচে হামলা চালাতেও প্রশিক্ষণপ্রাপ্ত। বায়ু সেনা প্রধান অ্যাডমিরাল কর্মবির সিং জানিয়েছেন, জইশ-ই-মুহাম্মদের একটি দলকে ভারতে বড়সড় হামলা চালানোর জন্য প্রশক্ষিণ দেওয়া হয়েছে। গোয়াতেও সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। পর্যটকের ভিড় থাকায় সেখানে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে নাÑ বলেছেন গোয়া পুলিশের ডিআইজি পরমাদিত্য। কদিন আগেই লস্কর-ই-তৈয়বার ছয় সদস্যের একটি দল তামিলনাড়–তে অনুপ্রবেশ করেছে বলে গোয়েন্দা দফতর থেকে সতর্ক করা হয়েছে। সতর্কবার্তা জারি করা হয়েছে কেরালাও। কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তারও একটি গাইডলাইন দিয়েছে উপকূলরক্ষী বাহিনী। তাতে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত থাকতে এবং ২৪ ঘণ্টা কড়া নজরদারি রাখতে হবে। স্পর্শকাতর এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী মোতায়েন করতে হবে। তল্লাশি চালাতে হবে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা নৌকা দেখলেই। উপকূল বরাবর স্থলভাগের সমস্ত অফিস বা বাড়িতে পার্ক করা গাড়িতেও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে চলছে ২৪ ঘণ্টা পেট্রলিং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close