প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ আগস্ট, ২০১৯

তিন জেলায় সংঘর্ষ নিহত ১, আহত ২৫

ঝিনাইদহে শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫, বগুড়ার ধুনটে জমি নিয়ে সহিংসতায় গৃহবধূ নিহত এবং বাজিতপুরে সাকো নিয়ে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উভয় গ্রুপ দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আসমা, বিলকিস, সবুরা, লিটন, রফিকুল, ছবেদ আলী, সাইফুল, রবিউল, মিলন, মনজেল, মজিদ ও আবদুর রহিমসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সংঘর্ষ এড়াতে গ্রামটিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় জমির দখল নিয়ে সহিংস ঘটনায় বুলবুলি খাতুন বুদি (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বুলবুলি ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের কৈটুপি গ্রামে গত সোমবার রাতে বাঁশের সাঁকো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহতরা হলেন রিনা আক্তার (২৭), রুকসানা বেগম (১৫), লাল খাঁ (৩০), আমেনা খাতুন (৭০), চান্দু বানু (৪০), মোজাহিদ মিয়াকে (১৬) বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আলাল উদ্দিন মিয়া বাদী হয়ে আবদুল হামিদকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close