নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৯

নান্দাইলে আসামি ছিনতাই : ৪ পুলিশ আহত, আটক ৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে গত শনিবার রাত সোয়া ১১টার দিকে শিশু অপহরণের একটি মামলার আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত এবং ছয়জনকে আটক করা হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি সাভার গ্রামের আবুল কাশেমের ছেলে আলমগীরকে (২২) নান্দাইল মডেল থানা-পুলিশ আসামির বাড়ি থেকে গ্রেফতার করার সময় তার আত্মীয়স্বজন তাকে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে যায়। এতে সাব-ইন্সপেক্টর ছাত্তার, কনস্টেবল কাইয়ূম, পারুল ও ওমর ফারুক আহত হন।

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধারসহ সাইফুল, তানভীর, নুরুল ইসলাম, রেহেনা বেগম, ছখিনা ও মঞ্জুরা নামে ছয়জন নারী-পুরুষকে আটক করে থানা-পুলিশ। তবে আসামি আলমগীর ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়। নান্দাইল মডেল থানার এসআই আবদুস ছাত্তার বাদী হয়ে একটি নিয়মিত মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close