নিজস্ব প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৯

আলোচনায় বক্তারা

দারিদ্র্য মুক্ত দেশ গড়তে ’৭১-এর ঐক্য দরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী এবং ১৫ আগস্টের সব শহীদদের স্মরণে এক আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। গত বুধবার রাজধানীর তোপখানা রোডে সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। প্রধান অতিথি বক্তব্য দেন বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদকারী সেই সময়কার বরগুনা-মহকুমা প্রশাসক ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।

ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শোষণ-শাসনের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে ১৯৭০ এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। আজ আমাদের ১৯৭১ সনের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে।

আলোচনায় অংশ নেন লায়ন গনি মিয়া বাবুল, কবি নাহিদ রোকসানা, কাজী মাসুদ আহমেদ, আ স ম মোস্তফা কামাল, মিজানুর রহমান মিজু, রোকন উদ্দিন পাঠান, এলিজা রহমান, হুমায়ুন কবির, মনির উদ্দিন বাহার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close