বগুড়া প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০১৯

পদ্মা সেতু নিয়ে গুজব

বগুড়ায় দুজন গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রী ও পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে বগুড়ার সাইবার ক্রাইম ইউনিট। গতকাল সোমবার কলেজ শিক্ষক ও আইটি বিশেষজ্ঞসহ দুজনকে গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার বাসিন্দা সোনাতলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদুর রহমান টিটু এবং আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের আইটি বিশেষজ্ঞ বেনজুর আহম্মেদ। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, সাইবার পুলিশের মনিটরিং সেল একটি ফেসবুক অ্যাকাউন্ট শুভেচ্ছা রহমান এবং একটি ফেসবুক পেজ সুন্দর ও বিস্ময়কর ভিডিও অপটাইম টিভি থেকে গুজব ছড়ানোর তথ্য ও প্রমাণ পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করে নেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close