পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০২ আগস্ট, ২০১৯

পটিয়ায় নারী শিশুসহ ৪০ রোহিঙ্গা নাগরিক আটক

চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নারী শিশুসহ ৪০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। তারা কক্সবাজারের টেকনাফ উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পটিয়ায় পালিয়ে এসেছে বলে পটিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর রাতে পটিয়ার পাহাড়ি অঞ্চল হাইদগাঁও ত্রিপুরা দীঘির হাটসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন সৈয়দ আলম (৩০), করিম উল্লাহ (২০), জসিম উদ্দিন (২০), জাহেদ (১৫), সৈয়দ আমিন (২৮), জুফুর আলম (৪৫), সেলিম (২৮), আমির হোসেন (১৮), সেলিম (৪২), আবদুল কুদ্দুস (৩৫), জাফর আলম (২৪), হাবিব (১৯), হাসান (১৩), রহিমা (২৫), হোসাইন (১২), নুর জাহান (৩৫), সারিকা (৩০), সানজিদা (১৮), আনজিদা (২০), ফাতেমা (৫), শারমিন (১৭), মরজিনা (৩৫), খতিজা (৩৬), সোহেল (১৯), সেমন আরা (১৮), সৈয়দুল আলম (২৯), বদিউর রহমান (৫৫), মো. আবু সৈয়দ (২০), আবু আহম্মদ (১৫), মুবিনা খাতুন (৪০), রাবেয়া আকতার (৮), রাবেয়া খাতুন (৩০), পারভিন আকতার (৩০), আ. করিম (২৮), মো. এমরান (৩৭), নুফায়রা (২২)। এসআই এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসি। পটিয়া থানার সিপিও নাদিম মাহমুদ জানান, আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, এ রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে পটিয়ার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close