কলকাতা প্রতিনিধি

  ০২ আগস্ট, ২০১৯

সম্পত্তি বাড়ছে বিজেপির, কমছে কংগ্রেসের

গত এক বছরে ভারতের শাসক দল বিজেপির সম্পত্তি বেড়েছে ২০০ কোটি টাকারও বেশি। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এমনই হিসাব দিয়েছে। এডিআরের হিসাব মতো গত এক বছরের বিজেপির সম্পত্তি বেড়েছে ২২ দশমিক ২৭ শতাংশ। ২০১৬-১৭ সালে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ১ হাজার ২১৩ দশমিক ১৩ কোটি টাকা। ২০১৭-১৮ সালে তা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮৩ দশমিক ৩৫ কোটি টাকা। এদিকে বিজেপির ভান্ডার ফুলে ফেঁপে উঠলেও কংগ্রেসের সম্পত্তি কমেছে ১৫ দশমিক ২৬ শতাংশ। ২০১৬-১৭ সালে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৮৫৪ দশমিক ৭৫ কোটি টাকা। ২০১৭-১৮ সালে সেই সম্পত্তির পরিমাণ কমে হয়েছে ৭২৪ দশমিক ৩৫ কোটি টাকা। পাশাপাশি শারদ পাওয়ারের এনসিপির সম্পত্তি কমেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। বিজেপি, কংগ্রেস, এনসিপি, বহুজন সমাজ পার্টি, সিপিআই, সিপিএম, তৃণমূল কংগ্রেসের ঘোষিত সম্পত্তির একটি হিসাব দিয়েছে এডিআর। সেখানে দেখা যাচ্ছে সবার মোট সম্পত্তি বেড়েছে ৬ শতাংশ। তৃণমূল কংগ্রেসের সম্পত্তি বেড়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ। ২০১৭-১৮ সালে তা হয়েছে ২৯ দশমিক ১০ কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close