নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০২ আগস্ট, ২০১৯

নারায়ণগঞ্জে দুজনকে হত্যা : আটক ৬

নারায়ণগঞ্জ মহানগরে পৃথক স্থানে তোফাজ্জল হোসেন তপু (৫৫) ও ফয়সাল হোসেন (১৮) নামে দুজনকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চাষাঢ়া বালুর মাঠে তোফাজ্জলকে এবং বুধবার রাতে নগরীর খানপুর এলাকায় ফয়সালকে হত্যা করা হয়। পুলিশ দুটি ঘটনায় ছয়জনকে আটক করেছে। জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে তোফাজ্জলের কাছে চাষাঢ়া বালুর মাঠ এলাকার রডের দোকানের কর্মচারী সুমন ও শাহ্জাহান কোকাকোলা চায়। তোফাজ্জল একটি কোকের বোতল সুমনের দিকে ছুড়ে মারলে লক্ষ্যভ্রষ্ট হয়ে সুমনের কপালে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও শাহ্জাহান মিলে তোফাজ্জলের বুকে কোক দিয়ে একাধিকবার আঘাত করতে থাকে। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তোফাজ্জলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জল হোসেন তপু শরীয়তপুরের নড়িয়া থানার জোজিহার গ্রামের মৃত মোসলেম চৌকিদারের ছেলে। সে শহরের খানপুর বৌ বাজার রেললাইন এলাকায় পরিবার নিয়ে থাকত। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শাহ্জাহানকে আটক করা হয়েছে। সুমনকে আটকের অভিযান চলছে। অপরদিকে, বুধবার রাতে নগরীর খানপুরে প্রেমিকার বাড়িতে এসে খুন হয় প্রেমিক ফয়সাল হোসেন। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পশ্চিম এনায়েতনগরের নুরুজ্জামান মিয়ার ছেলে। এই নৃশংস হত্যাকান্ডটি খানপুর ব্রাঞ্চরোডে আলতাফ মিয়ার বাড়িতে ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলো প্রেমিকার বড় ভাই আসিফ (২০), সাকিব (১৫), মিলন (১৮), সানজিল (১৭) ও সায়েম (১৮)। নিহত ফয়সাল পেশায় একজন ফ্রিজ মিস্ত্রি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close