তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ০২ আগস্ট, ২০১৯

তানোরে মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ

রাজশাহীর তানোরে দুই পৌর শহরসহ উপজেলায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিনরাতে সমানতালে মশার উপদ্রব বেড়েছে। মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কিন্তু এ পরিস্থিতিতে মশা নিধনে নেই কোনো কার্যকর উদ্যোগ।

জানা যায়, এ নিয়ে পৌরসহ উপজেলাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বন্ধ ড্রেন পরিষ্কার না করায় শহরের চার পাশের খালগুলো ময়লা-আবর্জনায় একাকার। ফলে সৃষ্ট পানিবদ্ধতায় বৃদ্ধি পাচ্ছে মশা। এ ছাড়াও ময়লা-আবর্জনার স্তূপেও বৃদ্ধি পাচ্ছে মশার প্রজনন। শিশু, বৃদ্ধ ও হাসপাতালে ভর্তি রোগী; এমনকি মসজিদের মুসল্লিরা মশা যন্ত্রণায় অতিষ্ঠ। স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ আরাফ বলেন, মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়াতে হয়। দিনের বেলায় মশার উপদ্রব যেমন তেমন সন্ধ্যায়ও। ফলে কোনো কাজই করা যায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু বলেন, তানোরে ডেঙ্গুর আক্রমণের এখন পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। তারপরও আমরা সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি। তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মশা নিধনে কোনো বাজেট নেই পৌরসভায়। ইচ্ছা থাকা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু করতে পারছে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close