নিজস্ব প্রতিবেদক

  ০১ আগস্ট, ২০১৯

যাত্রাবাড়ী থেকে দুই জঙ্গি আটক

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২ সেট ধর্মীয় উগ্রবাদী বই, মোবাইলে পিডিএফ বই, দ্য রিলিজ নামের একটি ছবির ডাবিং ও শুটিং চলাকালে তোলা ছবি এবং উগ্রবাদী ভিডিও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মীর ইব্রাহিম (২৫) এবং হেমায়েত উদ্দীন (২২)। তারা চট্টগ্রামের বন্দর থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক আসামি।

বিষয়টি নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দীন ফারুকী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সায়েদাবাদের হুজুর বাড়ি গেটের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সম্প্রতি আনসার আল ইসলাম তরুণ-তরুণীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করত ‘দ্য রিলিজ নামে’ বিদেশি ভাষার একটি ছবি ব্যবহার করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close