নিজস্ব প্রতিবেদক

  ২৬ জুলাই, ২০১৯

পুলিশ বক্সের কাছে বোমা আইএসের দায় স্বীকার

রাজধানী ঢাকার দুটি পুলিশ চেক পয়েন্টের সামনে বোমা রাখার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সংস্থাটির ওয়েবসাইট ও টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়েছে।

বিস্ফোরণের আগেই গত মঙ্গলবার রাতে খামারবাড়ি ও পল্টন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়। পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘খেজুরবাগান (খামারবাড়ি) ও ইউবিএল ক্রসিং (পল্টন) এলাকায় যে বোমা পাওয়া গেছে, তা আমরা নিষ্ক্রিয় করেছি। বোমাসদৃশ বস্তুগুলোর ভেতরে বোমার কন্টেন্ট কতটুকু ছিল, তা এখন বিশ্লেষণের বিষয়। আমরা ফরেনসিক করব। আমরা প্রয়োজনে ডিএনএ টেস্টও করব। এজন্য আমাদের একটু সময় লাগবে। তিনি বলেন, আমাদের স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো, যারা এর আগে এখানে কাজ করেছে, তারা হয়তো সক্রিয় থাকলেও থাকতে পারে।

অবশ্য খুব আরলি হয়ে যাচ্ছে কমেন্টটি। তবে আমরা তদন্ত করছি। বিষয়টি পুরোপুরি দেখে যখন বলার মতো হবে, তখন অবশ্যই আমরা বিস্তারিত বলব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close