সংসদ প্রতিবেদক

  ২৬ জুলাই, ২০১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলেদের প্রণোদনার সুপারিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলে ও মৎস্যচাষিদের আপৎকালীন প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রণোদনা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম (বকুল) ও নাজমা আকতার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন দুটি মহাপরিচালক পদ সৃষ্টি এবং মন্ত্রণালয়কে একটি আধুনিক ও যুগোপযোগী মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়। আর অবৈধভাবে আসা গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত ট্যাবলেট বন্ধের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া কমিটির পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অডিট আপত্তি নিষ্পত্তির তথ্য আগামী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close