নিজস্ব প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৯

গুজবে কান দেবেন না : তথ্যমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতু ঘিরে যেসব গুজব রটানো হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তার মতে, এই বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে প্রয়োজন সামাজিক সচেতনতাবোধ এবং ধৈর্য। গতকাল সোমবার রাজধানীর গণগ্রন্থাগারে শওকত ওসমান মিলনায়তনে শান্তির অন্বেষায় চলচ্চিত্র নিয়ে উদ্যোগে ‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন’ আয়োজিত দুই দিনব্যাপী ‘পিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রটিয়ে দেওয়া পদ্মা সেতুতে বলিদানের গুজব আর সেই থেকে ছেলেধরা আতঙ্ক এবং অসহিষ্ণু মানুষের গণপিটুনিতে নির্দোষ প্রাণের মৃত্যুÑ এসব রুখতে প্রয়োজন সহিষ্ণুতা আর শান্তির পক্ষে সচেতনতা হওয়া।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপ্তির এ যুগেও মানবিকতার বিকাশ ঘটাতে ও সমাজকে শান্তির পথে এগিয়ে নিতে চলচ্চিত্রের বিকল্প নেই। জঙ্গিবাদ-উগ্রবাদ নিরসন এবং শান্তি ও মানবিকতা সংরক্ষণে চলচ্চিত্র অনবদ্য ভূমিকা রাখতে পারে বলেও জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close