গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৯ জুলাই, ২০১৯

গোবিন্দগঞ্জে জনতার ধাওয়ায় অপহৃত শিশু উদ্ধার, আটক দুই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার জনতা ধাওয়া দিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় বিক্ষুদ্ধ জনতাকে থামাতে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। অপহরণকারীরা হলো উপজেলার দরবস্ত ইউনিয়নের নুনদহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে মামুন (২৭) ও একই ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের সবুর মিয়ার ছেলে সৈকত (২৬)।

থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে সিয়াম (১০) গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার ভগ্নিপতি তারাজুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার পর বালুয়া বাজার থেকে অপহৃত হয়। পরে অপহরণকারীরা সিয়ামের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এদিকে, সকাল ১০টার দিকে সাহেবগঞ্জ ইক্ষু ফার্মের কাটা এলাকায় পাঁচ থেকে ছয়জন যুবকের সঙ্গে সিয়ামকে দেখতে পেয়ে সন্দেহবশত স্থানীয়রা তাদের ধাওয়া করে দুই কিলোমিটার দূরে কামারপাড়ায় অপহৃত কিশোরসহ দুই অপহরণকারীকে আটক করে আর অপর চারজন পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই দুই অপহরণকারীকে গণধোলাই দিতে থাকে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহৃত কিশোর সিয়ামকে উদ্ধারসহ আহত অবস্থায় অপহরণকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close