নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৯

নিহত-আহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপির অনুদান

কর্তব্যরত অবস্থায় হতাহত পুলিশ সদস্যদের পরিবারকে ৬২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ডিএমপি সদর দফতরে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে পাওয়া এ অনুদানের অর্থ বিতরণ করেন মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপি জানায়, কর্তব্যরত অবস্থায় নিহত ১১ জন পুলিশ সদস্যসের পরিবারকে ৫ লাখ টাকা করে ৫৫ লাখ টাকা ও আহত ৭ জন পুলিশ সদস্যকে ১ লাখ টাকা করে ৭ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত ৬২ জন পুলিশ সদস্য ও তাদের পরিবারকে চিকিৎসার জন্য ২১ লাখ ২৮ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অনুদান অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপি পরিবারের সদস্যদের যেকোনো বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। ডিএমপিতে কর্মরত সদস্যদের শতভাগ কল্যাণের জন্য কাজ করা হচ্ছে। এরই মধ্যে শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় কেউ আহত হলে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। শুধু পুলিশ সদস্যের বিপদে নয়, তাদের পরিবারের বিপদেও পাশে আছে ডিএমপি। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close