নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন সেক্টরে সমন্বয় করতে সহায়তা করে পুলিশ। তারপরও কেউ পরিবহন থেকে চাঁদাবাজি করলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সভা শেষে তিনি আরো বলেন, ‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুলিশ সারা দেশে পরিবহনে শৃঙ্খলা আনার কাজ করছে। রাস্তায় যেন সুশৃঙ্খলভাবে পরিবহন চলতে পারে, কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখে। তারপরও অনেক সময় অভিযোগ আসে, পরিবহন থেকে পুলিশ চাঁদাবাজি করছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারপরও আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, কোনো পুলিশ সদস্য যদি পরিবহন থেকে চাঁদা আদায় করে তাহলে আমাকে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close