নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০১৯

‘দুই কোরিয়ায় শান্তি ফেরাতে আমাদেরও শামিল হতে হবে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উত্তর কোরিয়া ও এশিয়ায় যদি কোনো ধরনের বিপর্যয় ঘটে, বাংলাদেশেও শান্তিতে থাকতে পারবে না। শান্তির স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বিশ্বের স্বার্থে দুই কোরিয়া একত্রীকরণে, শান্তি ফেরাতে আমাদের শামিল হতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়ার আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মেনন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দাও, তখনো আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। কারণ জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে! ‘ট্রাম্পের কথায় যুদ্ধ হলে, আমাদের অস্তিত্ব কী থাকতো আমরা সবই পারছি কিন্তু উত্তর কোরিয়ার বিষয়ে কোনো কথা বলছি না। যেখানে উত্তর কোরিয়ার নেতা ও ট্রাম্পের মধ্যে পরপর তিনটি বৈঠক হয়েছে। উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ কোরিয়া ফ্রেন্ডশিপ অ্যান্ড সলিডারিটি কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব (ডিপিআর) কোরিয়ার (উত্তর কোরিয়া) রাষ্ট্রদূত রি সং হায়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, অর্থনীতিবিদ ড. অশোক গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close