গাইবান্ধা প্রতিনিধি

  ২৯ জুন, ২০১৯

গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবসে বিক্ষোভ

সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সরকারি হাইস্কুল মাঠে সমাবেশ হয়েছে। সকাল ৯টা থেকে ব্যানার, ফেস্টুন ও লাল পতাকায় সজ্জিত বিক্ষোভ মিছিল জয়পুর-মাদারপুর থেকে শুরু করে দীর্ঘ ১২ কিলোমিটার পথ বিক্ষোভ মিছিল করে সমাবেশস্থলে পৌঁছে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জন-উদ্যোগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্টাচার্য্য, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্রনাথ সিং, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি তাজুল ইসলাম, নওগাঁ বাসদ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সুফল হ্রেমব্রম, প্রিসিলা মুর্মু, অলিভিয়া মার্ডি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close