সংসদ প্রতিবেদক

  ২৮ জুন, ২০১৯

‘ফখরুলকে নিয়ে বিএনপির ভয়, তাই শফথ নেননি’

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কেন বগুড়া-৬ আসন থেকে জিতেও শপথ নিলেন না, তার কারণ ব্যাখ্যা করেছেন সরকারদলীয় সংসদ সদস্য মকবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, লোকজন বলছে, তিনি শপথ নেবেন কি করে, বিএনপির মাথা (খালেদা জিয়া) জেলে, লেজ (তারেক রহমান) পলাতক, এমন পরিস্থিতিতে ফখরুল সংসদে এসে যদি মনে করেন তিনিই বিএনপির সম্রাট, সেই ভয়ে আছে বিএনপি। তাই তাকে শপথ নিতে নিষেধ করা হয়েছে। এ কারণে শপথ নিতে না দিয়ে উপনির্বাচনের মাধ্যমে অন্য আরেকজনকে আনা হলো। ইতোমধ্যে বিএনপির ৫ জন এমপি শপথ নিয়েছেন, নবনির্বাচিত সদস্যও নিশ্চয় শপথ নেবেন। আবার তারাই বলছে অবৈধ সংসদ। যদি সংসদ অবৈধ হয়, তা হলে শপথইবা নিলেন কেন, আসেনইবা কেন? প্রশ্ন রাখেন মকবুল হোসেন।

মিল্ক ভিটা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বাজেটের ওপর সাধারণ আলোচনায় বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি বিভাগ পরীক্ষা করে নাকি বলেছে মিল্ক ভিটায় আর্সেনিক রয়েছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

কিন্তু আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করে দেখেছি মিল্ক ভিটায় কোনো আর্সেনিক নেই। পরীক্ষায় কোনো আর্সেনিক পাওয়া যায়নি। বিদেশ থেকে যেসব গুঁড়ো দুধ আমদানি করা হয়, তার থেকে আমাদের মিল্ক ভিটার দুধ অনেক ভালো এবং অনেক পুষ্টিকর।’

বাজেটে গুঁড়ো দুধের ওপর আমদানি শুল্ক বাড়ানোকে তিনি সমর্থন করে বলেন, ‘ডেনমার্কসহ ইউরোপ থেকে যে গুঁড়ো দুধ আসে, সেটা পরিত্যক্ত ও সেখানে খাওয়া হয় না। সেটা আমাদের দেশে ট্যাক্স দিয়ে আনা হয়। এই গুঁড়ো দুধ আমদানির ফলে আমাদের দেশের পুষ্টিযুক্ত দুধ মিল্ক ভিটা মার খাচ্ছে। গুঁড়ো দুধের আমদানি খাতের ওপর ট্যাক্স বাড়ায় মিল্ক ভিটার জন্য সুবিধা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close