নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২৫ জুন, ২০১৯

ক্যানসার সচেতনতা বাড়াতে কবি নজরুলে সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক একটি সেমিনার হয়েছে।

গত রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে ‘দোলন চাঁপা’ ছাত্রী হলের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দোলন চাঁপা হল প্রভোস্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, উপপরিচালক (জনসংযোগ) ও পিএসটু ভিসি এস এম হাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি শিক্ষার্থীদের ক্যান্সারের লক্ষণ, কারণ, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো জানান, খাদ্যাভ্যাস, জেনেটিক ও অভ্যন্তরীণ শারীরিক রাসায়নিক প্রক্রিয়ার কারণেও স্তন ক্যান্সার হতে পারে। এছাড়াও তিনি প্রতি পাঁচ বছরে একবার অথবা নারীর বয়ঃসন্ধিকাল চলার পর থেকে মেনোপজ হওয়ার আগে বা নারীর পূর্ণজীবনকালে অন্ততপক্ষে একবার ব্রেস্ট ক্যান্সার অথবা টিউমার বিষয়ক পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close