রংপুর ব্যুরো

  ২০ জুন, ২০১৯

রংপুরে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৪টি ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ে ‘রিফ্রেশার্স’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টারে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ট্রেনিং হচ্ছে সিস্টেমেটিক ওয়ে অফ লার্নিং। ইউনিয়ন পর্যায়ে মামলার জটিলতা কমাতে দ্রুত বিচার পাওয়ার জন্য সরকার গ্রাম আদালতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই প্রশিক্ষণ দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নবাগত স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল কবীর, প্রশিক্ষণ সহায়ক ফ্যাসিলেটর (ইউএনডিপি) মতিউর রহমান, মাহাবুবুল আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close