নিজস্ব প্রতিবেদক

  ১৭ জুন, ২০১৯

আজ ভাষাসৈনিক গাজীউল হকের মৃত্যুবার্ষিকী

ভাষা আন্দোলনের অকুতোভয় সেনানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গীতিকার, আইনজীবী আ ন ম গাজীউল হকের দশম মৃত্যুবার্ষিকী আজ। মহান ভাষা আন্দোলনের এই কিংবদন্তি ২০০৯ সালের এই দিনে মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৯২৯ সালে ১৩ ফেব্রুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া গাজীউল হক ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। এ ছাড়া এলএলবি পাস করেন ১৯৫৬ সালে। বগুড়ায় থাকা অবস্থায় ১৯৪৮ সালে তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসেন তিনি। বায়ান্নর ২০ ফেব্রুয়ারি গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল পুকুরপাড়ে ১১ জন ছাত্রনেতা যে গোপন বৈঠক করেছিলেন গাজীউল হক ছিলেন তাদের মধ্যে অন্যতম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close