নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

এক যুগে দারিদ্র্য কমে হয়েছে ২১.৮ শতাংশ

এসডিজিএস বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট-২০১৮ অনুযায়ী গত এক যুগে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে। এ গতি অব্যাহত থাকলে ২০২০ সালে দারিদ্র্যের হার আরো ৩ দশমিক ২ শতাংশ কমে ১৮ দশমিক ৬ শতাংশে নামবে।

সরকারি উন্নয়ন কর্মকা-, বেসরকারি বিনিয়োগ এবং বহুবিধ সামাজিক উদ্যোগের সমন্বিত কারণে গত এক যুগে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ১৯৯১ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ। এসডিজিএস বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট ২০১৮ অনুযায়ী এক যুগের ব্যবধানে ২০১৮ সালে দারিদ্র্যের হার কমে ২১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এ গতি অব্যাহত থাকলে ২০২০ সালে দারিদ্র্যের হার আরো কমে ১৮ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে।

দারিদ্র্য কমার ফলে বৈশ্বিক মানব উন্নয়ন সূচকেও বাংলাদেশ বেশ অগ্রগতি হয়েছে। ২০১৮ সালের বৈশ্বিক মানব উন্নয়ন সূচক (এইচডিআই) বাংলাদেশ আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স ২০১৮ অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী এ দেশের অবস্থান ছিল ১৩৯তম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close