বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১১ জুন, ২০১৯

মাদক পাচারের সময় ভুয়া ৪ সাংবাদিক আটক

বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে করে ফেনসিডিল পাচারের অভিযোগে ভুয়া চার সাংবাদিককে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। এ সময় ওই ভুয়া চার সাংবাদিকের চ্যানেল টুয়েন্টিফোরের লোগো ব্যবহৃত গাড়ির ভেতর লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকরা সবাই নিজেদের চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক হিসেবে দাবি করেছেন।

গতকাল সোমবার ভোরে দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের শৈলান ব্রিজের ওপর থেকে ওই চার যুবককে গাড়িসহ আটক করা হয়।

আটক যুবকরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. সাখাওয়াত হোসেন, পঞ্চগড়ের বোদা উপজেলার সাখামার গ্রামের মো. খয়রুল হোসেনের ছেলে রুবেল মিয়া, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁ গ্রামের মো. হিরণ শেখের ছেলে মো. রবি হোসেন এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসন্দী গ্রামের মৃত আবু সিদ্দিক হোসেনের ছেলে শামিম মিয়া। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চ্যানেল টুয়েন্টিফোরের লোগো ব্যবহৃত একটি গাড়িতে করে বিরামপুর সীমান্ত দিয়ে ফেনসিডিল আনছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৈলান গ্রামের ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় চ্যানেল টুয়েন্টিফোরের লোগো ব্যবহৃত গাড়িটিতে তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার জানান, ওই চার যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে করে ফেনসিডিল পাচার করছিল। আসলে তারা প্রকৃত সাংবাদিক না। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close