বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে রিভা গাঙ্গুলী

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য ও পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে সুবিধা-অসুবিধা দেখতে সরেজমিন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। গতকাল শনিবার বেলা ৩টায় তিনি সফরসঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।

রিভা গাঙ্গুলী বেনাপোল চেকপোস্টে পৌঁছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ল্যান্ডপোর্ট সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close