প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ জুন, ২০১৯

জাতিসংঘ সদর দফতর সফরে নৌপ্রধানের যুক্তরাষ্ট্র গমন

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতর সফরের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।

চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দফতরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লে. জেনারেল কার্লস এইচ লয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তিনি জাতিসংঘ সদর দফতরের অধীনে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বাসস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close