নিজস্ব প্রতিবেদক

  ০২ জুন, ২০১৯

ওমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাসকে ১৬ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করায় রাজধানীর দুটি বিউটি পার্লারকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার ধানমন্ডির ওমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাস বিউটি কেয়ারকে এই জরিমানা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ বলেন, ওমেন্স ওয়ার্ল্ডকে ১০ লাখ এবং আলভিরাসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে এই দুই পার্লার থেকে। দুই প্রতিষ্ঠানে বিদেশি যেসব পণ্য পাওয়া গেছে সেগুলোর বৈধতার পক্ষে কোনো কাগজ দেখাতে পারেনি ওমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাস বিউটি কেয়ার কর্তৃপক্ষ। অনুমোদনহীন এসব পণ্য ব্যবহারের ফলে চর্মরোগসহ বিভিন্ন রোগ হতে পারে বলে জানান নিজাম উদ্দিন। তিনি বলেন, যেসব পণ্য জব্দ করা হয়েছে সেগুলো ধ্বংস করে ফেলা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close