আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মে, ২০১৯

মুসলিম নবজাতকের নাম ‘নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রীর কাজে মুগ্ধ এক মুসলিম নারী তার নবজাতকের নাম ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নবজাতকের মা মাহনাজ বেগমকে এই সিদ্ধান্ত থেকে সরাতে না পেরে উত্তর প্রদেশের পরসাপুর মহরাউর গ্রামের পরিবারটি এ নামেই নবজাতকের পরিচয় নথিবদ্ধ করার আবেদন করেছে। এনডিটিভি গতকাল রোববার এ কথা জানায়।

২৩ মে ভারতের লোকসভার নির্বাচনের ফলাফল যেদিন ঘোষিত হয়, সে দিনই মাহনাজ বেগমের ছেলের জন্ম হয়। নবজাতকের নাম কী হবে তা নিয়ে আলোচনা চলার সময় নরেন্দ্র মোদির বিপুল জয়ের খবর আসে, আর তা থেকেই ছেলের নাম কী হবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন মাহনাজ। আশপাশের লোকজন তার মত পরিবর্তনের চেষ্টা করেছিল, কিন্তু তিনি অনড় ছিলেন বলে পিটিআইকে জানিয়েছেন তার শ্বশুর ইদ্রিস। যখন দুবাইয়ের কর্মরত তার স্বামী মুস্তাক আহমেদকে এই কথা জানানো হয়, তিনিও স্ত্রীকে এই সিদ্ধান্ত থেকে সরানোর চেষ্টা করেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছাতেই সম্মতি দেন তিনি। এরপর পরিবারটি জেলা হাকিমের বরাবর একটি হলফনামা লিখে তা পঞ্চায়েতের সহকারী উন্নয়ন কর্মকর্তা ঘনশ্যাম পান্ডের কাছে জমা দেয়। যোগাযোগ করা হলে পান্ডে জানান, শুক্রবার হলফনামাটি গ্রহণ করেছেন তিনি। আবেদনটি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পান্ডে। জন্ম-মৃত্যুর সনদের বিষয়গুলো সেক্রেটারিই দেখে থাকেন বলে জানিয়েছেন। ‘আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ বলেছেন তিনি। হলফনামায় মাহনাজ বেগম মোদি ও তার সরকারের কল্যাণ কর্মসূচির উচ্চ প্রশংসা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close