সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৭ মে, ২০১৯

কামারখন্দের উপজেলা নির্বাচন

মনোনয়ন নিয়ে আ.লীগে অসন্তোষ

উপজেলা নির্বাচনে পঞ্চম ও শেষ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাতজন, এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং কামারখন্দ উপজেলা সভাপতি আবদুল মতিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এস এম শহিদুল্লাহ (সবুজ), মো. খেজের আলী, মো. সামছুর আলম, মো. আবদুল ওয়াদুদ, মো. আবুল কালাম আজাদ ও মো. রেজাউল করিম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে রয়েছে অসন্তোষ।

উপজেলা নির্বাচনের শেষ ধাপে সিরাজগঞ্জের ৯টি উপজেলার শেষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কামারখন্দে। এরই মধ্যে প্রার্থীদের সমর্থকরা মাঠে নেমেছেন। এদিকে আওয়ামী লীগের তৃণমূলের সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিতে যান দলের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী আনোয়ার সেখ। তবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হলে তিনি সমঝোতায় আসেন। পরে মনোনয়ন আর জমা দেননি আনোয়ার। জানা গেছে, বর্তমানের উপজেলা চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close