পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১৩ মে, ২০১৯

শোক সংবাদ

পীরগঞ্জে কমরেড মনসুরুল আর নেই

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড মনসুরুল আলম (৭৮) হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে গত শনিবার রাত ১০টায় ঢাকার বসুন্ধরা ছোট ছেলের বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

১৯৬৪ সালে কৃষক সমিতির সদস্যপদ লাভ করেন। ১৯৬৭ সালে দিনাজপুর জেলার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৭২ সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যুক্ত হন এবং ১৯৮৮ সালে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন। মৃত্যু পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। তিনি ১৯৬২ এবং ১৯৭৫ সালে কারাভোগ করেন।

পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পীরডাঙ্গী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ব্যক্তিজীবনে এই নেতা ছিলেন সততার উজ্জ্বল উদাহরণ। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আখতারুল ইসলামসহ সর্বস্তরের ব্যক্তি প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close