নিজস্ব প্রতিবেদক

  ৩০ এপ্রিল, ২০১৯

ট্রাফিকের ভূমিকায় ছাত্রলীগ নেতা!

গ্রীষ্মের তীব্র তাপদাহ উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটছে মানুষ। এই ছোটাছুটির মধ্যে ঢাকার সেগুনবাগিচায় মোড়ে যানজট লেগে যায়। গরমে হাঁসফাঁস সবাই। এমন অবস্থায় ট্রাফিকের ভূমিকায় দেখা গেল ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদকে।

গতকাল দুপুরে সেগুনবাগিচা ও শিল্পকলার মোড়ের যানজটমুক্ত করতে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন। ২০-২৫ মিনিট চেষ্টার পর এলাকা যানজটমুক্ত করেন জুবায়ের। এ বিষয়ে জুবায়ের আহমেদ বলেন, সেগুনবাগিচার এই মোড়ে ট্রাফিক পুলিশ নেই। প্রায় সময় এখানে যানজট লাগে। গরমের মধ্যে যানজটে বসে থাকতে দেখেই আমি নিজে যানজট ছাড়াতে নেমে পড়ি। যেন মানুষ গরমে বসে না থেকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। তিনি বলেন, ছাত্রলীগ অনেক ইতিবাচক ও ভালো কাজ করে এগুলো তেমন গণমাধ্যমে আসে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close