নিজস্ব প্রতিবেদক

  ২১ এপ্রিল, ২০১৯

পচা ফল রাখায় স্বপ্নকে জরিমানা

বিক্রির উদ্দেশে পচা কমলা রাখার অপরাধে অভিজাত বিপণিবিতান স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার রাজধানীর মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।

তিনি বলেন, আজকে মিরপুর-২ এর স্টেডিয়ামের উত্তর পাশে প্রশিকা মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে অভিযান চালানো হয়। এ সময় স্বপ্নে পচা কমলা সাজিয়ে রাখতে দেখা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানটি সুযোগ বুঝে ক্রেতার কাছে ভালো কমলার নামে পচা কমলা বিক্রি করছে, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থি। এ অপরাধে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে এপিবিএন-১ এর সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close