সাভার (ঢাকা) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০১৯

সাভারে চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ

সাভারের আশুলিয়ায় একটি রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। সংস্কারের এ কাজে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই যুবলীগ নেতাকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে ওই যুবলীগ নেতা পলাতক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে ইয়ারপুর ইউনিয়নের জিরাবো জিরো পয়েন্ট থেকে তৈয়বপুর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে সড়ক ও জনপদ বিভাগের কয়েক কোটি টাকার অর্থায়নে একটি রাস্তা সংস্কারের কাজ করছিলেন সাগর বিল্ডার্স ও এমডিই। এ সময় সাগর বিল্ডার্সের ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলামের কাছে প্রকাশ্যে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোয়েল মোল্লাসহ তার সহযোগীরা। এ সময় ওই ইঞ্জিনিয়ার চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই যুবলীগ নেতা সন্ত্রাসীদের নিয়ে ওই রাস্তার কাজ বন্ধ করে দেন।

এদিকে ওই যুবলীগ নেতা রাস্তার কাজ করা সাগর বিল্ডার্সের কর্মচারী রাকিব মিয়া, কল্লাদ মিয়া ও মাজহারুল মিয়াকে উঠিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন। স্থানীয়রা অবিলম্বে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ ঘটনার পর থেকে ওই রাস্তার কাজ বন্ধ থাকায় ওই এলাকার গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এ ঘটনার পর শনিবার সাগর বিল্ডাসের ইঞ্জিনিয়ার যুবলীগ নেতা সোহেল মোল্লাকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে যুবলীগ নেতা সোহেল মোল্লা পলাতক রয়েছেন। এ বিষয়ে সাগর বিল্ডার্সের ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ভয়ে আমরা এলাকা ছেড়ে অন্য এলাকায় এসে বসবাস করা শুরু করেছি। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবলীগ নেতাকে একাধিক বার ফোন করলে তিনি কথা বলতে রাজি হননি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজরা কোনো দলের লোক হতে পারে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close