ফরিদপুর প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০১৯

ফরিদপুরে ৫ হাজার নারীর সমাবেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির গ্র্যাজুয়েট উপকারভোগী সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাহিরদিয়া সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। সম্মেলনে সমিতির উপকারভোগী ৫ হাজার সদস্য অংশ গ্রহণ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে। পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাইস চেয়ারম্যান আবদুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ক্যাম্প র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।

শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক মোল্লা, সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ অলিয়ার রহমান খান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এ এস এম আলী আহসান, সংস্থার ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন লোচন, পরিচালক আকরাম হোসেন, ইফফাত আরা ফারজানা, ওহিদুন নবী খান, কুদ্দুস মোল্লা, মাচ্চর ইউনিয়নের কো-অর্ডিনেটর মারজান মিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close