নোয়াখালী প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০১৯

নোবিপ্রবির সঙ্গে জাপানি বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাবর্তন-২০১৯ সফলভাবে হয়েছে। উপাচার্যের তুরস্ক ও জাপান সফরে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘এমওইউ’ স্বাক্ষরিত হয়েছে। এ তথ্য জানানোর হয়েছে এক সংবাদ সম্মেলন। গত বুধবার উপাচার্যের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সৈয়দ আতিকুল ইসলাম, আইআইএসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ-আল-মামুন, আইআইটির পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এমডি মাসুদ রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসীন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোখলেস-উজ-জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক এ এইচ এম নিজামউদ্দিন চৌধুরী।

গত ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত আনন্দঘন পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, ‘আমার জাপান সফরে আনন্দ ও গর্বের বিষয় ছিল কিউসু ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তব্য প্রদান। এ সফরে নোবিপ্রবি ও জাপানের উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. নোবোরু সুজোকি এবং একই বিভাগের অধ্যাপক ড. মাসোহিদে চাতো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close