নিজস্ব প্রতিবেদক

  ১৩ এপ্রিল, ২০১৯

ওসির গাফিলতি থাকলে ব্যবস্থা

আইজিপি

নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনের দায়িত্বে গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইজিপি আরো বলেন, অপেক্ষা করুন, দেখবেন পিবিআই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে পুরো বিষয়টি উদ্ঘাটন করবে এবং এর সঙ্গে জড়িত যারা আছেন, সবাইকে আটক করতে সক্ষম হবে। যদি ওসির কর্মকান্ডে এমন কিছু পাওয়া যায় যে তার গাফিলতি ছিল, সঠিকভাবে তদন্ত করেননি অথবা সঠিক সময়ে হস্তক্ষেপ করেননি; সেজন্য তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদের প্যারেড ও মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন তিনি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ মহাপরিদর্শক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close