সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০১৯

মুক্তিযুদ্ধের চেতনার শিকড় উপড়ে ফেলতেই বিএনপির জন্ম : নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপির জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার শিকড় উপড়ে ফেলার জন্য। এখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশেকে এগিয়ে নেওয়ার রাস্তা পরিষ্কার করতে হবে। বাল্যবিয়ে, মাদক, জঙ্গি, সন্ত্রাস দমনে ছাত্রছাত্রীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পরানপুর গ্রামে ‘অন্য রকম বিদ্যা নিকেতন’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম এমপি বলেন, শিক্ষা অর্জনের কোনো সংক্ষিপ্ত পথ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে দেশ যে উন্নয়নের পথে পা দিয়েছে আগামীতে তা এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের ওপর বর্তাবে। তাই পড়াশোনার পাশাপাশি সুন্দর ও সুষ্ঠু সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ওই স্কুল কমিটির সভাপতি প্রকৌশলী আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগড় আলী, আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক ইয়াসিন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ। পরে তিনি উপজেলার সোনামুখী নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কাজীপুরে নির্মাণাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close