চট্টগ্রাম ব্যুরো

  ০৫ এপ্রিল, ২০১৯

চসিক মেয়রের সঙ্গে প্রকৌশলীর অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশের অশোভন আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। এ সময় প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত) সংসদের মহানগর, থানা ও প্রাতিষ্ঠানিক কমান্ডের নেতারা। এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ব¡রে প্রকৌশলীদের চারটি সংগঠন গৃহায়ন প্রকৌশলী পলাশের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইউসুফ বলেন, একটি চক্র প্রকৌশলীকে থাপ্পড় মেরেছে বলে মিথ্যে প্রচারণা চালাচ্ছে। তারা নিজেদের স্বার্থ উদ্ধারে তৃণমূল থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close